বগুড়া পৌর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ ১২:৪৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩০১ বার।

বগুড়ার শাজাহানপুরে পুলিশের বিশেষ অভিযানে আত্মগোপনে থাকা পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে গন্ডগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শামসুল আলম (৪৫)। তিনি গন্ডগ্রাম কলেরপাড়ার আবুল হোসেনের ছেলে এবং পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।

 

পুলিশের এই কর্মকর্তা জানান,  গ্রেপ্তারকৃতর  নামে শাজাহানপুর থানায় মামলা নং ৩০ (তারিখ: ২৮/০৯/২০২৫), জিআর নং ৩৫৮, ধারা ৯(৩)/১০/১১/১৩, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯–এর অধীনে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।