বগুড়ায় হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি কারাগারে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ ১৬:২৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২০ বার।

বগুড়ার কাহালু উপজেলায় সংঘটিত হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার শহরের মালতিনগর ও সূত্রাপুর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদরের মালগ্রাম মহল্লার আনছার আলীর ছেলে মো. শাহাবুল ও তার ভাই মো. বাবু।

 র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কাহালু থানার ২০০৯ সালের একটি হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গ্রেপ্তার এড়াতে তারা পালিয়ে আত্মগোপনে ছিলেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷