রাণীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কাজী আনিছুর রহমান,রাণী,নগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী ও প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে একডালা ইউনিয়নের বিএনপির প্রয়াত সকল নেতা-কর্মীদের আত্নার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল শনিবার দুপুরে আবাদপুকুর কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
একডালা ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকরাম হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইউনুচ আলী সবুজের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইলসাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এ লড়াইয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং এলাকার উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যখাতসহ সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোই হবে আমার প্রথম অঙ্গীকার।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. এছাহক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি রুকুনুজ্জামান খান রুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুজ্জামান (ভিপি) জাপান, আব্দুর রাজ্জাক, নয়ন খান লুলু,ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন কাজী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ন আহবায়ক সিরাজ এ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল প্রমুখ।
এছাড়া দোয়া ও আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।