নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় ইউনিক পাবলিক স্কুল এন্ড কলেজে পালন করা হলো উৎসবে রঙ্গিন আমরা
প্রেস বিজ্ঞপ্তি
আন্তঃস্কুল বিতর্ক, কুইজ, রচনা, স্পোকেন ইংলিশ, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ক্লাস পার্টি ও শিক্ষামূলক যাত্রাপালা মঞ্চস্থের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বগুড়ায় ইউনিক পাবলিক স্কুল এন্ড কলেজে পালন করা হলো উৎসবে রঙ্গিন আমরা। শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় শহরের সুত্রাপুর এলাকায় প্রতিষ্ঠানের দ্বিতীয় ক্যাম্পাস প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে প্রতিষ্ঠান প্রাঙ্গন। ক্ষুদে শিক্ষার্খীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাশিল্পীদের প্রানবন্ত অভিনয়ে এক মিলন মেলায় পরিনত হয় পুরো প্রতিষ্ঠান। দিনব্যাপি এই অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় মোড়গ লড়াই। এরপর উপভোগ করেন সাইফুল ইসলামের পরিচালনায় ও তবিবর রহমানের শিল্পী নির্দেশনায় শিক্ষামূলক যাত্রাপালা “আলোর দিশারী”। শেষে ক্লাস পার্টির কেক কর্তন করা হয়।
ইউনিক পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ তনছের আলী প্রামানিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লেখা-পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদন ও খেলাধুলা অপরিহায্য। শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে বছরে এরকম আনন্দ বিনোদনের প্রয়োজন রয়েছে। ইউনিক পাবলিক স্কুল এন্ড কলেজ একটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। সেটি হলো সঠিক পদ্ধতি অনুসরণ করে বাচ্চাদের শিক্ষা প্রদান। স্কুল কতৃপক্ষ মনে করেন শিশুদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে প্রচলিত অনেক পদ্ধতিতেই ভালোমতো পরিবর্তন আনতে হবে। যুগের সাথে উপযোগী করে সাজাতে হবে। সরকারের কারিকুলামের মধ্য থেকে এই কাজটি করে যেতে হবে। এই স্কুলে যারা লেখাপড়া করছে তারা ব্যতিক্রমী পদ্ধতির সুফল পেতে শুরু করেছে। আগামীতে প্রতিষ্ঠানটি আরো এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ মইনুল হাসান, বগুড়া জেলা জাসাস এর সভাপতি ওয়াহিদ মুরাদ, ইউনিক পাবলিক স্কুল এন্ড কলেজের সভাপতি মোছাঃ মাফরুহা জোয়ায়রা। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সাঈদ জোবায়ের পিনু। এসময় উপস্থিত ছিলেন ইউনিক পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মানিক রতন, সহকারি প্রধান শিক্ষক মোঃ মনোয়ার হোসেন সাজুসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠান শেষে আন্তঃস্কুল বিতর্ক, কুইজ, রচনা, স্পোকেন ইংলিশ, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বিতরণ করা হয়।