শিবগঞ্জে ২০ লাখ টাকা ব্যয়ে তিন মন্দিরের সংস্কার কাজের উদ্বোধন

শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে তিনটি মন্দিরের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিকাল ৫টায় এই সংস্কার কাজের উদ্বোধন করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষের এমপি পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।

এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক আজুল ইসলাম, হারুন উর রশীদ, মীর শাকরুল আলম সীমান্ত, আবদুল করিম প্রমুখ।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে অসহায় হিন্দু মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

উল্লেখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক সহযোগিতা ও মীর শাহে আলমের প্রচেষ্টায় এলজিইডি তিন মন্দিরের সংস্কারের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ করেছে। এতে ছোট নারায়ণপুর দেবনাথপাড়া কেন্দ্রীয় দুর্গা মন্দিরে ১০ লাখ, বড় নারায়ণপুর দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে ৫ লাখ এবং উথলী (রথবাড়ি) সরকারপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়। খুব শিগগিরই মন্দির সংস্কারের কাজ শেষ হবে।