রাজধানীতে প্রাইভেটকার চুরি, দিশেহারা চালকের মামলা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫ ২০:২২ ।
দেশের খবর
পঠিত হয়েছে ১৪ বার।

রাজধানীর ব্যস্ততম সড়ক প্রগতি সরণির কুড়িল বিশ্বরোডে ভাড়ায় চালিত প্রাইভেটকার চুরি করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে ভাটারা থানায় মামলা দায়ের করা হয়েছে। চুরির ঘটনার তদন্ত ও প্রাইভেটকার উদ্ধার চেষ্টা করছে পুলিশ। 

 সোমবার ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। মামলার তদন্তভার পেয়েছেন থানার উপ-পরিদর্শক মো. নেছার উদ্দিন। 

গত ১৭ নভেম্বর ভাটারার কুড়িল বিশ্বরোডের প্রগতি সরণির সিএনজি পাম্প সংলগ্ন সড়কের পাশ থেকে প্রাইভেটকার চুরি হয়। অজ্ঞাতনামা আসামি করে ১৯ নভেম্বর থানায় মামলা দায়ের করেন প্রাইভেটকার মালিক আকিদুল ইসলাম। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর গাড়াবাড়িয়া এলাকার মুনসুর আলীর ছেলে। বর্তমানে রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় বসবাস করেন। 

মামলার বিবরণে জানা গেছে, নিজের প্রাইভেটকার ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন আকিদুল। ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের গাড়িটি নিয়ে প্রতিদিনের মতো বাসা থেকে বের হন। ১৭ নভেম্বর বিকেলে ভাটারা থানার প্রগতি সরণির কুড়িল বিশ্বরোড সিএনজি পাম্প সংলগ্ন সড়কের পাশে প্রাইভেটকার পার্কিং করেন। সুযোগ বুঝে দরজার লক খুলে গাড়িটি চুরি করে দুর্বৃত্তরা। পাশের একটি হোটেলে ভাত খাওয়া শেষে ঘটনাস্থলে গিয়ে গাড়ি না পেয়ে দিশেহারা হন চালক আকিদুল। 

এ প্রসঙ্গে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধারে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।