বগুড়ায় তিন সহস্রাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ ১৮:১৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২ বার।

বগুড়ার কাহালুতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তিন সহস্রাধিক কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ জোহর কাহালু মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করেন বগুড়া–৪ আসনে বিএনপি প্রার্থী মোশারফ হোসেন।

 

আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক তাহা উদ্দিন নাইনসহ উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়নের চেয়ারম্যানরা।

 

এ ছাড়া উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, তাঁতীদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

 

মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠান শেষে খাবার বিতরণ করা হয়।