বগুড়ায় দুর্নীতি না করার শপথ নিলেন নানা শ্রেণীপেশার মানুষ
শেরপুর( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে দুর্নীতি না করার শপথ নিলেন নানা শ্রেণীপেশার মানুষ। মঙ্গলবার (০৯ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের অনুষ্ঠানে ওই শপথ নেন তাঁরা। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটিকে ঘিরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নানা কর্মসূচির আয়োজন করেন। সকাল দশটায় জাতীয় সংগীত গেয়ে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিমপাশে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনাসভা।
উপজেলা দুর্নীতি ্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে ও সহ-সভাপতি সাংবাদিক আইয়ুব আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। এছাড়া অন্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সহ-সভাপতি প্রতিভা রানী, সদস্য মামুনুর রশিদ, রামকৃষ্ণ মোহন্ত, আঞ্জুমান আরা বেগম, আফরোজা নার্গিস সাথী, সমাজকর্মী রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মী, ব্যবসায়ী, আইনজীবি, সাংবাদিকসহ নানা শ্রেণীপেশার দুই শতাধিক মানুষ দুর্নীতি না করার শপথবাক্য পাঠ করেন। এদিকে সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ গোলাম রব্বানী। আর হিন্দু সম্প্রদায়ের ধর্মগ্রন্থ পবিত্র গীতা থেকে পাঠ করেন শিক্ষক প্রতিভা রানী।