বগুড়ায় বেগম রোকেয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১১ বার।

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে বগুড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া ‘আমিই রোকেয়া’ শিরোনামে দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বগুড়া জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর বগুড়ার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের মধ্যে জেলা ও উপজেলার ১০ নারীকে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। বগুড়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক তাঞ্জিমা আখতার এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শফিকুল ইসলাম, লাইট হাউজের কর্মকর্তা ওয়াহিদা ইয়াসমিন, অদম্য নারীদের মধ্যে বক্তব্য রাখেন এস,এ,এম মাহমুদা খাতুন, মোছাঃ সাবিনা ইয়াসমিন, মোছাঃ জিনাত রেহেনা, মোছাঃ নাজনীন আকতার, মোছাঃ আরফিনা হোসেন। এসময় বক্তরা বলেন, বহুগুণে গুণান্বিতা, ক্ষণজন্মা মহীয়সী নারী বেগম রোকেয়া জন্ম ও মৃত্যু দিবস আজ। গতিশীল জীবনযাত্রায় নারী এখন পুরুষের চেয়ে কোনো অংশে কম নয়। শিক্ষাক্ষেত্র থেকে কর্মক্ষেত্রে পুরুষের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছেন নারীরা। এমনটাই চেয়েছিলেন বেগম রোকেয়া। তবে সমাজবিজ্ঞানী ও নারী নেত্রীদের ভাষ্য, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা নিজ নিজ যোগ্যতায় এগিয়ে গেলেও নারী সুরক্ষায় পিছিয়ে আছে। ঘরে-বাইরে নারীদের নিরাপত্তা নেই। নারীদের ওপর নেমে আসছে নানা ধরনের নির্যাতন ও সহিংসতা।