বগুড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বুধবার সকাল ১১:০০ ঘটিকায় বাংলাদেশ মানবাধিকার কমিশন বগুড়া জেলা শাখার আয়োজনে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে এক বর্নাঢ‍্য রালী জেলা কার্যালয় থেকে শুরু হয়ে ঐতিহাসিক সাতমাথায় এক পথ সভায় মিলিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির গর্ভনর আলহাজ্ব রফিকুল ইসলাম বিশেষ অতিথি:মোঃ আব্দুল বাসেত,সভাপতিত করেন জেলা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুন্নবী বুলু আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির নির্বাহী সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল হক, সহ সভাপতি নির্জা আহছানুল হক দুলাল, আলহাজ্ব নূরে আলম চৌধুরী, মোঃ ইলিয়াস,  সহ সাধারণ সম্পাদক: আতাউল ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক:নুরুজ্জামান  আবুল কালাম,নাসিরুদ্দিন, মোকলেসুর,আরিফুল, অনামিকা, গফুর প্রা:, সাইফুল, রাইন, হাবিব ও রন্জু প্রমূখ 

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল মাহমুদ ও তিনি বক্তব্যে আরো  বলেন এবারের জাতিসংঘ  প্রতিপাদ্যে” মানবাধিকার আমাদের নিত্যদিনের অপরিহার্য