তৃণমূলের ঐক্যই এখন সবচেয়ে বড় শক্তি- তারেক রহমান

শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিএনপির পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হওয়া এ সভা চলে প্রায় এক ঘণ্টাব্যাপী।

সভায় শিবগঞ্জের তৃণমূল নেতারা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করণীয় তুলে ধরেন। পুরো সময়জুড়েই তারেক রহমান মনোযোগ দিয়ে নেতাকর্মীদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন বিষয় নিয়ে মতামত নেন।

ভার্চুয়ালী অংশ নিয়ে এসময় তারেক রহমান বলেন,“মীর শাহে আলম আমার ছোট ভাই। তাকে আমি আপনাদের হাতেই তুলে দিলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করে আনার দায়িত্ব আপনাদের। শিবগঞ্জের আন্দোলন-সংগঠনে তার ভূমিকা অনন্য, তাই তৃণমূলের ঐক্যই এখন সবচেয়ে বড় শক্তি।

সভায় উপস্থিত নেতারা নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী মীর শাহে আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিমসহ বর্তমান ও সাবেক ২৭ জন ইউপি চেয়ারম্যান, ১২ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ।