চিরনিদ্রায় শায়িত শিশু সাজিদ, শেষ বিদায়ে মানুষের ঢল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ ১২:৪৩ ।
দেশের খবর
পঠিত হয়েছে বার।

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে নিহত শিশু সাজিদকে জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তানোরের নেককিড়ি কবরস্থানের সামনের ফাঁকা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

 

ছোট্ট সাজিদকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল নামে সকাল থেকেই। সাজিদের ছোট্ট দেহটি যখন সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় আনা হলো, তখন কান্নার রোল পড়ে যায় চারপাশে। তার মা-বাবার আহাজারিতে ভাড়ি হয়ে ওঠে চারপাশ।

 

 

জানাজার নামাজের ইমাতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। ইমাম সাহেব জানাজা শেষে যখন তাকবির দিলেন, মানুষ হাত তুলল দোয়ার ভঙ্গিতে। হাজারো কণ্ঠে দোয়া অনুষ্ঠিত হলো। সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করেন। একই সঙ্গে তার পরিবারকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেন- এমন দোয়াও সবাই করেছেন।

 

জানাজা শেষে সাজিদের ছোট্ট কফিনটা যখন কবরের দিকে নেওয়া হলো, তখন শুধু শোনা যাচ্ছিল কান্নার শব্দ। কান্না করছেন স্বজনদের পাশাপাশি গ্রামবাসী। একটি শিশুর জানাজায় অংশ নিয়েছে পুরো গ্রাম, এমন দৃশ্য আগে কখনও দেখেনি গ্রামবাসী।

 

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে। এরপর তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।