শহীদ বুদ্ধিজীবী দিবসে বগুড়ায় আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়ায় বিভিন্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া (জেইউবি)-এর যৌথ আয়োজনকৃত সভা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, ক্লাব ও জেইউবির অন্যান্য কর্মকর্তারা। বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি দেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে বুদ্ধিজীবীদের হত্যার মতো বর্বর ঘটনা সংঘটিত করেছে। তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিভাজন সৃষ্টি করতে এখনও পরাজিত শক্তিরা বিভিন্ন চক্রান্ত চালাচ্ছে।

 

আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

 

দিবসটি উপলক্ষে বগুড়া জেলা বিএনপিরও বিকেল ৩টায় নবাববাড়ী সড়কস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ। বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে স্বাধীনতার পর নতুন বাংলাদেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল।

 

উভয় সভা থেকেই দেশপ্রেম, ঐক্যবদ্ধ থাকার আহ্বান এবং স্বাধীনতার ইতিহাস মনে রাখার গুরুত্বের ওপর গুরুত্ব দেওয়া হয়।