বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী মীর শাহে আলমের মনোনয়ন ফরম উত্তোলন
শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৩২ ।
বগুড়ার খবর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছে ‘মীর শাহে আলমের নির্বাচন পরিচালনা কমিটি’।
বুধবার (১৭ ডিসেম্বর ) দুপুর ১২টায় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করা হয়।
এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতৃবৃন্দ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার জনপ্রিয় নেতা মীর শাহে আলমের মনোনয়ন ফরম উত্তোলনকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আরও পড়ুন