দোআঁশ পাবলিক লাইব্রেরীর আয়োজনে মহান বিজয় দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫ ২০:২৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

দোআঁশ পাবলিক লাইব্রেরির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে গাবতলী শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লাইব্রেরীর সহ-সভাপতি মোঃ আব্দুল বারী। প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারী আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল কবি প্রাবন্ধিক প্রফেসর খৈয়াম কাদের। দোআঁশ পাবলিক লাইব্রেরীর সভাপতি কবি ইসলাম রফিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস গাবতলী উপজেলা শাখার সম্পাদক জুলফিকার আলী, জাসাস গাবতলী উপজেলা শাখার সভাপতি আরেফুর রহমান লিটন, কবি ও সাংবাদিক আমির খসরু সেলিম, ভাষাসৈনিক গাজীউল হক স্মৃতি পরিষদের সভাপতি কবি ও বাচিক শিল্পী শাহানুর শাহিন, কবি সিকতা কাজল, জীবনানন্দ পরিষদের সাধারণ সম্পাদক কবি অনন্য রাসেল ও গাবতলী সরকারী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মইনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন লাইব্রেরীয়ান তাওহীদ ইসলাম তানসিন। বক্তারা, দেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মহান বিজয় দিবসের আকাঙ্খা বাস্তবায়নের জন্য সকলকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহবান জানান।