বগুড়ায় ড্যান্সিং প্যাটার্নে বাইক চালাতে গিয়ে ট্রাকের নিচে পড়ে যুবক নিহত
স্টাফ রিপোর্টার
বগুড়ায় ড্যান্সিং প্যাটার্নে বাইক চালাতে গিয়ে ট্রাকের চাকার নিচে ঢুকে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর অজ্ঞাতনামা এক আরোহী। রবিবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় এ ঘটনা ঘটে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৭৯৩৭) ঢাকার দিকে যাচ্ছিল। দুপুর সোয়া ১টার দিকে ড্যান্সিং প্যাটার্নে মোটরসাইকেল চালিয়ে একই দিকে যাচ্ছিলেন দুই যুবক। বি-ব্লক এলাকায় পৌঁছামাত্র মোটরসাইকেলটি ট্রাকের পিছনের চাকার নিচে ঢুকে পড়ে। সাথে সাথে মোটরসাইকেলে আগুন ধরে যায়। আগুনে ট্রাকের চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়। অপর একজন গুরুতর আহত হন।
শেরপুর হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন জানান, আহত যুবককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।