সিপিবি বগুড়া'র সভাপতি কমরেড আমিনুল ফরিদের মা'র মৃত্যুতে শোক

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ এর সাবেক সভাপতি, সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদ এর সাবেক জিএস, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলির সদস্য জননেতা কমরেড আমিনুল ফরিদ এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ আমিনুল কুদ্দুস বুলবুলের মা, নারী ও শিশু বিষয়ক অধিদপ্তরের বগুড়া শাখার ইন্সট্রাক্টর শহীদ জননী আমেনা খাতুন(৮৮) আজ ২১ ডিসেম্বর ২০২৫ খ্রি, সকাল ৮ ঘটিকায় বগুড়া শহরের কাটনার পাড়া নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।মৃত্যুকালে তিনি চার ছেলে ৩ মেয়ে,নাতিনাতনি,আত্নীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

 

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহা সন্তোষ, সাধারণ সম্পাদক শুভ শংকর গুহরায় বাবুন,টিইউসি বগুড়ার সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, কৃষক সমিতি বগুড়ার ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট লুৎফর রহমান, সহ সভাপতি হুমায়ুন কবির ও ফিরোজ আখতার পলাশ, উদীচী বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি ফারহানা আক্তার শাপলা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ, দিন বদলের মঞ্চ, বগুড়ার সভাপতি আরিফুল হক খান রনিক, সাধারণ সম্পাদক শফিকুল হক পলাশ, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি বায়েজিদ রহমান, সাধারণ সম্পাদক জয় ভৌমিক প্রমুখ।