বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
পুণ্ড্রকথা ডেস্ক
দীর্ঘ ১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তিনি।
এ সময় তারেক রহমান বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করেন। সেইসঙ্গে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এরপর বিএনপির নেতাকর্মীদের সাথে কিছুক্ষণ কথা বলে সেখান থেকে বের হন তারেক রহমান।
এর আগে জুমার নামাজের পর বাবার সমাধি জিয়ারত করতে গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বাবার কবর জিয়ারত শেষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান। আইনশৃঙ্খলা রক্ষার্থে জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্তসংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।