বগুড়া সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে অনশন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫ ২০:৩৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া সদর উপজেলা ছাত্রদলের ১০১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি বাতিলের দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। শনিবার বেলা ১১টা থেকে শহরের শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। এই রিপোর্ট লেখা সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্তও তাদের কর্মসূচি অব্যাহত ছিল। 

 

অনশন কর্মসূচিতে সদর উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন। 

 

 

পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, ত্যাগী ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যুক্ত ছাত্রনেতাদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তাদের দাবি, কমিটিতে অশ্লীল ভিডিও ভাইরাল হওয়া ব্যক্তি, চাকুরিজীবী, ব্যবসায়ী এবং ছাত্রলীগ, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পদধারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

অনশনরত নেতা সামিউল ইসলাম লিসান বলেন,

“যারা ত্যাগী এবং দীর্ঘদিন রাজপথে সক্রিয়, তাদের কোনো মূল্যায়ন করা হয়নি। বরং বিতর্কিত ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে। আমরা এই কমিটি বাতিল চাই।”

 

আরেক নেতা আলামিন ইসলাম তুহিন বলেন,

“আমরা ২০১৩ সাল থেকে সদর উপজেলা ছাত্রদলের নেতৃত্ব দিয়ে আসছি। অথচ আমাদেরই বঞ্চিত করা হয়েছে। আমাদের অপরাধ কী, তা জানতে চাই। কেন আমাদের কমিটিতে রাখা হলো না?”

 

অনশনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাবেন।

 

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর রাতে বগুড়া সদর উপজেলা ছাত্রদলের ১০১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।