টিএমএসএসের বার্ষিক সভায় ১৭,৮৮৫ কোটি টাকার বাজেট অনুমোদন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫ ২০:৫২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

টিএমএসএস ২০২৫–২৬ অর্থবছরের জন্য বার্ষিক সাধারণ সভায় ১৭ হাজার ৮৮৫ কোটি ৭৮ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে। শনিবার (২৭ ডিসেম্বর) বগুড়ার হোটেল মম ইন-এ দিনব্যাপী এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলোচ্য বিষয়সমূহ উপস্থাপন করেন টিএমএসএস পরিচালনা পর্ষদের সদস্য সচিব ও প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী ও টিএমএসএসের পরামর্শক অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ, গোবিন্দগঞ্জ প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু রায়হান, বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি. এম. আলী হায়দার, টিএমএসএস সাধারণ পরিষদ সদস্য ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী এবং টিএমএসএস হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টারের চিফ কনসালটেন্ট ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ প্রমুখ।

টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোছা. গুলনাহার পারভীনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্য সচিবের পক্ষে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন টিএমএসএস সাধারণ পরিষদের উপদেষ্টা মিনতি আখতার বানু। কোষাধ্যক্ষের পক্ষে সাবেক ট্রেজারার আয়শা বেগম আর্থিক প্রতিবেদন ও বাজেট উপস্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে বার্ষিক প্রতিবেদন, কর্মপরিকল্পনা ও আগামী অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়।

সভার শুরুতে টিএমএসএসের আজীবন সদস্য, কর্মকর্তা ও কর্মীদের মৃত্যুতে দোয়া ও শোকজ্ঞাপন করা হয়। সভায় ২০২৫–২৬ অর্থবছরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে গ্লোবাল টিএমএসএস ব্যবসা বাজার ব্যবস্থা এবং সরকারি-বেসরকারি রেগুলেটরি কর্তৃপক্ষের কাছে টিএমএসএসের প্রকৃত অবস্থা তুলে ধরা।

এছাড়া টিএমএসএসের প্রচলিত প্রথা অনুযায়ী অর্জনশীল জনবল ও স্বেচ্ছাসেবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় সংস্থার সাধারণ পরিষদের সদস্য, আজীবন সদস্য, উপদেষ্টা, পরামর্শক, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান, ডোমেইন ও ভেঞ্চার প্রধানসহ টিএমএসএস ও বিসিএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।