সুস্থ সমাজ গঠনে যুবদের উৎসাহ যোগাতে পাশে আকবরিয়া লিমিটেড চেয়ারম্যান আলাল
প্রেস বিজ্ঞপ্তি
ইয়ুথ বিল্ডআপ কমিউনিটি'র দুই বছর পূর্তি উপলক্ষে বগুড়ায় জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে। আকবরিয়া লাচ্ছা সেমাইয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ওয়াইবিসির পক্ষ থেকে আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলালকে ক্রেস্ট প্রদান করা হয়।
তরুণদের দক্ষতা, নেতৃত্ব ও সচেতনতা গড়ে তুলতে ওয়াইবিসি স্বল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত দুই বছরে সংগঠনটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাঁচ হাজারেরও বেশি তরুণের সঙ্গে সম্পৃক্ত হয়েছে এবং ৪০টির বেশি উন্নয়নমূলক ইভেন্ট আয়োজন করেছে। বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের প্রতিটি তরুণকে দক্ষ করে গড়ে তোলা এবং তাদের সম্ভাবনাকে বাস্তবতায় রূপ দেওয়াই তাদের মূল লক্ষ্য।
আকবরিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসান আলী আলালের সাথে আলাপকালে জানান, একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে যুবসমাজের বিকল্প নেই। তরুণদের সঠিক দিকনির্দেশনা, নৈতিকতা ও বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়া গেলে তারাই সমাজ ও দেশের অগ্রগতির মূল চালিকাশক্তিতে পরিণত হবে। এ ক্ষেত্রে ওয়াইবিসির মতো যুবভিত্তিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, ওয়াইবিসির ধারাবাহিক কার্যক্রম যুবসমাজকে মাদক, সহিংসতা ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে গঠনমূলক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত হতে সহায়তা করছে, যা একটি সুস্থ ও উন্নত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুবদের দক্ষতা, নেতৃত্ব ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আকবরিয়া সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এবং আগামীতেও এ ধরনের উদ্যোগের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।