কাহালুতে শীতে কাহিল ৩০০ প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ

মুনসুর রহমান তানসেন, কাহালু (বগুড়া)
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৭:২৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

দেশের বিভিন্ন অঞ্চলের মতোই বগুড়ার কাহালু উপজেলায় শীত জেঁকে বসেছে। গত কয়েক দিন ধরে ঘন কুয়াশায় শীতের তীব্রতা আরও বেড়ে গেছে। দিনভরই সুর্যের আলো সহজে চোখে পড়ে না। দুপুরের দিকে সুর্য একটু উকি দিলেও নিমিষেই তা উধাও হয়ে যায়। মনে হয় সুর্যের আলোবিহীন ঘর-বাড়ি, গাছ-পালা, ফসলের মাঠ আর প্রকৃতির সবকিছুই ঘন কুয়াশায় ঢেকে গেছে।

এই কনকনে শীতের মধ্যে সবচেয়ে বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো। তীব্র শীতের মধ্যে ঠিকমত কাজকর্মও তারা করতে পারছেন না। অনেকের শরীরে শীতবস্ত্র জড়ানোর মতোও সামর্থ নেই। আবার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়ে অনেকই ঘরের মধ্যেই লেপ-তোশক গায়ে জড়িয়ে দিন কাটাচ্ছেন।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ইতিমধ্যে সরকারিভাবে কাহালু উপজেলা প্রশাসন দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ শুরু করেছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা সমাজ সেবা অফিসের দেওয়া তালিকা অনুযায়ি ঐ অফিসের সামনে ৩০০ প্রতিবন্ধীকে কম্বল প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আবিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সংশিলষ্ট সূত্র জানান, সরকারিভাবে বরাদ্দ প্রাপ্ত সাপেক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার দেওয়া তালিকা মোতাবেক দুস্থ ও অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।