বগুড়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষ

স্টাফ রিপোর্টার
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

 বগুড়া জেলার গাবতলি ও শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বেগম খালেদা জিয়ার পৃথক গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ২ টায় গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো মানুষের ঢল গায়েবানা জানাজায়। কয়েক হাজার মানুষ ছুটে আসে এখানে তাদের পুত্রবধূর আত্মার মাগফেরাত কামনায়। 

স্থানীয় ব্যবসায়ীরা, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা, মাদ্রাসা শিক্ষার্থীরা, বিএনপি জামায়াত সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযা নামাজে অংশ নেন। নামাজের আগে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি কায়দোজ্জোহা টিপু, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম লিটন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকারিয়া ইকবাল,উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুছ আলী, সেক্রেটারি অধ্যাপক ওয়াদুদ হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ, পৌর ওলামা দলের সভাপতি আলমগীর হোসেন আলম। অপরদিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জানাযা নামাজ হয়েছে।