বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ ১২:১৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৬৪ বার।

বগুড়ার শেরপুর থানার একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শেরপুর শহর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাকিবুল ইসলাম ওরফে জ্যাকি (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার এফআইআর নং-২৪, তারিখ-২৮ সেপ্টেম্বর ২০২৪; জিআর নং-২৮৩, একই তারিখের মামলায় তাকে গ্রেফতার করা হয়। 

 

তদন্তকালে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে শেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মোঃ জাকিবুল ইসলাম ওরফে জ্যাকি শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম শাহ মোঃ আফজাল হোসেন ওরফে মারুফ।

 

শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, মামলাটি একটি সহিংস ঘটনা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগ সংক্রান্ত হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।