হান্নান মাসউদের সম্পদ বাবার চেয়ে ৫ গুণ বেশি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬ ১৮:২৩ ।
দেশের খবর
পঠিত হয়েছে বার।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের ঘোষিত মোট সম্পত্তির পরিমাণ তার বাবার তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরমের সঙ্গে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা ও সর্বশেষ আয়কর রিটার্ন বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

হলফনামা অনুযায়ী, আব্দুল হান্নান মাসউদ মোট ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকার সম্পত্তির হিসাব দাখিল করেছেন। অন্যদিকে তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ২০ লাখ ৯৩ হাজার ৬৫১ টাকা।

আয়ের হিসাবে দেখা যায়, গত এক বছরে আব্দুল হান্নান মাসউদ ব্যবসা থেকে ৬ লাখ টাকা আয় করেছেন। একই সময়ে তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক কৃষি খাত থেকে ২ লাখ টাকা এবং একটি প্রাইভেট প্রতিষ্ঠান থেকে সম্মানী বাবদ ১ লাখ ২০ হাজার টাকা আয় করেছেন।

নির্বাচনে বাবা ও ছেলে ভিন্ন দুটি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে এবং আব্দুল হান্নান মাসউদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে নেমেছেন।

আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকের হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, পেশায় তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তার হাতে নগদ রয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা এবং ব্যাংকে জমা আছে ১ লাখ ৯৩ হাজার ৬৫১ টাকা। এছাড়া ২৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ৭৫ হাজার টাকার আসবাবপত্রের মালিকানা রয়েছে তার। তিনি কৃষি ও অকৃষি মিলিয়ে মোট ১৬৮ শতাংশ জমির মালিক বলেও হলফনামায় উল্লেখ করেছেন।