বগুড়ায় পাচারকালে ১০ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
বগুড়ায় পাচারকালে ১০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (২ ডিসেম্বর) ভোরে বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন বগুড়া সদরের উত্তর সাতশিমুলিয়া গ্রামের রাজু মিয়া (৪০) ও লাহিড়ীপাড়া গ্রামের সিএনজি চালক আব্দুল হক আজাদ (৩৬)।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয় সূত্র জানায়, ভোরে কুয়াশার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম থাকার সুযোগ নিয়ে মাদককারবারীরা গাঁজার চালানটি নাটোরের সিংড়া উপজেলায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল মহাসড়কের জামাদারপুকুর এলাকায় অবস্থান নেয়। সকাল সাড়ে ৭টার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় ডিএনসির এসআই তাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।