বগুড়ায় খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সাবেক যুবদলের দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার
বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছেন সাবেক যুবদল নেতৃবৃন্দ। রবিবার (৪ জানুয়ারি) আসর নামাজের পর শহরের কামারগাড়ী জামে মসজিদে সাবেক ৪ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্র ঘোষিত শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় টানা পঞ্চম দিনের মতো বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিকেলে কামারগাড়ী এলাকায় সাবেক যুবদল নেতৃবৃন্দ এই মাহফিলের আয়োজন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জুয়েল শেখ ও বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ। এ সময় অন্যান্যের মধ্যে আরও অংশ নেন শাহি, মো. হৃদয়, রকি, নবিন, সোহাগ, রিমন, রোহান ও শাকিলসহ স্থানীয় নেতা-কর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সাবেক এই প্রধানমন্ত্রীর অবদান স্মরণ করে দোয়া করেন উপস্থিত নেতা-কর্মী ও স্থানীয়রা।