নওগাঁয় অগ্নিকাণ্ডের শিকার কৃষক পরিবারকে প্রশাসনের সহায়তা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬ ১৮:২৪ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁয় এক কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি ঘর সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে সর্বস্ব হারিয়ে ওই কৃষকের পরিবারের আট সদস্য বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের ভুতগাড়ী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হাই (৬৫)।

ক্ষতিগ্রস্ত আব্দুল হাই জানান, টিনশেডের চার কক্ষের বাড়িতে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও নাতনিসহ আট সদস্য নিয়ে বসবাস করতেন। বুধবার সকাল ৭টার দিকে পরিবারের সবাই নাশতা শেষে নিজ নিজ কাজে বের হন। দুপুর আনুমানিক ১টার দিকে প্রতিবেশীদের ফোন পেয়ে বাড়িতে এসে দেখেন আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরও বলেন, আগুনে ঘরের আসবাবপত্র, লেপ-তোষক, জামাকাপড়, ড্রামে রাখা ৯০ কেজি চাল, পাঁচ বস্তা গরুর খাবার, তিন বস্তা সারসহ সবকিছু পুড়ে গেছে। এছাড়া আগের দিন গরু বিক্রি করে রাখা নগদ আড়াই লাখ টাকাও আগুনে নষ্ট হয়েছে। সব মিলিয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের বড় ছেলে আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছি। গায়ে থাকা পোশাক ছাড়া আমাদের আর কিছুই নেই। প্রতিবেশীদের দেওয়া খাবারেই দিন চলছে। উপজেলা প্রশাসন থেকে শুকনা খাবার ও কম্বল দেওয়া হয়েছে, তবে তা আমাদের জন্য পর্যাপ্ত নয়।” তিনি সবার সহযোগিতা কামনা করেন।

প্রতিবেশী আনিসুর রহমান জানান, আগুন লাগার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করলেও প্রায় আধাঘণ্টার আগুনে সবকিছু পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনা খাবার ও কম্বল দেওয়া হয়েছে। আগামী রোববার তাদের ১২ হাজার টাকা নগদ সহায়তা ও ৬ বান্ডিল টিন প্রদান করা হবে।