শিবগঞ্জে তারেক রহমানের আগমনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস
শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলার মোকামতলায় গণ-দোয়া মাহফিলে অংশ নেবেন।
এই কর্মসূচিকে সফল করতে বৃহস্পতিবার বিকাল ৪ টায় শিবগঞ্জ উপজেলার কিচক উচ্চ বিদ্যালয় মাঠে কিচক, ময়দানহাট্টা ও আটমুল ইউনিয়নের ভোটকেন্দ্র কমিটির নেতৃবৃন্দকে নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম।
সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এর আগে একই দিন দুপুর ৩টায় শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের বাঁশিল্ল্যা গ্রামে হিন্দু সম্প্রদায়ের আয়োজনে অনুষ্ঠিত ধর্মীয় হরিবাসর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম।
এসময় হাজারো হিন্দু নারী-পুরুষের ভালবাসায় সিক্ত হোন মীর শাহে আলম।
এসময় তিনি বলেন, বিএনপি সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে রয়েছে। হিন্দু সম্প্রদায়সহ দেশের সকল সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষায় বিএনপি অবিচল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের প্রতি গভীর শ্রদ্ধা, ভালবাসা ও নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।