বগুড়ায় নিখোঁজের একদিন পর ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৬ ১৫:৫৫ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১১ বার।

বগুড়ায় নিখোঁজের একদিন পর ধান ব্যবসায়ীর মরদেহ করা হয়েছে। রবিবার সকালে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামে রাস্তার পাশের একটি জমি থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। 

 

নিহতের নাম হামিদুল মণ্ডল(৪৫)৷ তিনি ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মমতাজ মণ্ডলের ছেলে এবং পেশায় ধান ব্যবসায়ী ছিলেন। 

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) বিকেলে হামিদুল মণ্ডল বাজারের উদ্দেশ্যে টাকা কালেকশনে বের হন। তবে সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তিনি বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারে উৎকণ্ঠা বিরাজ করছিল।

 

পরদিন রবিবার সকালে গ্রামের পাশের একটি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শেরপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

হামিদুলের দুলাভাই জানান, তিনি দীর্ঘদিন ধরে ধানের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রায় প্রতিদিনই টাকা সংগ্রহের কাজে বের হতেন। শুক্রবারও একই উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। 

 

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, প্রাথমিকভাবে মরদেহের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।