বগুড়ায় বিএনপিতে যোগ দিলেন নাগরিক ছাত্রঐক্যের সাংগঠনিক সম্পাদক তৌফিক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬ ১৯:৫৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৩ বার।

বগুড়ার শিবগঞ্জে নাগরিক ঐক্যের ছাত্র সংগঠন নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক তৌফিক হোসেন আনুষ্ঠানিকভাবে বিএনপি-তে যোগদান করেছেন।

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় দিকে শিবগঞ্জ উপজেলার আমতলী বন্দরে অনুষ্ঠিত ব্যবসায়ীদের সঙ্গে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলমের মতবিনিময় সভায় তিনি বিএনপিতে যোগ দেন।

 

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব এবং উপজেলা ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত ফুলের তোড়া দিয়ে তাকে দলে বরণ করে নেন।

 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব বলেন, নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতা তৌফিক হোসেন জনাব তারেক রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে আজ ছাত্রদলে যোগ দিয়েছেন।

 

সদ্য যোগ দেওয়া তৌফিক হাসান বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি। সেইসঙ্গে মীর শাহে আলম ভাইয়ের সকল কর্মকান্ড আমাকে খুব ভাল লাগে। আর নাগরিক ঐক্যের তেমন কোন কর্মকান্ড না থাকায় আমি বিএনপিতে যোগ দিয়েছি।