ঢাকা ব্যাংক পিএলসির অর্থায়নে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে বাস ও কোস্টার প্রদান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬ ২০:২১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৪ বার।

ঢাকা ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর আওয়তায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একটি বাস ও একটি কোস্টার প্রদান করা হয়েছে। ১৩ জানুয়ারী মঙ্গলবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ ওয়াদুদুল হক তরফদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল, ঢাকা ব্যাংক পিএলসি ফাউন্ডার ভাইস চেয়ারম্যা এটিএম হায়াতুজ্জামান খান, ঢাকা ব্যাংক পিএলসি এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর একেএম শাহনেওয়াজ, ঢাকা ব্যাংক পিএলসি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিইএমও মো: মোস্তাক আহমেদ। আলোচনা সভায় শেষে ঢাকা ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার আনুষ্ঠানিকভাবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ ওয়াদুদুল হক তরফদারের কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন পরিচালক আলতাফ হোসেন সরকার, আর্মি মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আবু দাউদ মো: শরিফুল ইসলাম,শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: মহসীন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ শাহ মোঃ শাহজাহান আলী, বিএমএ বগুড়ার আহবায়ক ডা: মো: আজফারুল হাবিব রোজ,অধ্যক্ষ, অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন, অধ্যাপক ডাঃ আবু হেনা মোস্তফা কামাল, অধ্যাপক ডা: মো: নূরুল ইসলাম, অধ্যাপক ডা: মোঃ কামাল হোসেন, ইভিপি ও আঞ্চলিক ব্যবস্থাপক (রাজশাহী অঞ্চল) আবুল হাসনাত, এসভিপি এবং কমিউনিকেশন্স এন্ড ব্র্যান্ডিং বিভাগের প্রধান জনাব সৈয়্যদ গোলাম দস্তগীর, উপাধ্যক্ষ, ডা: মো: আব্দুল ওয়াহেদসহ অত্র কলেজের সম্মানিত শিক্ষকগণ সহ বগুড়া জেলা বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

এই দুটি যানবাহন মেডিকেল কলেজের শিক্ষার্থী, ডাক্তার, অনুষ সদস্য এবং কর্মীদের পরিবহনের চাহিদা পূরণ করবে, যা সুন্দর একাডেমিক ও ক্লিনিক্যাল কার্যক্রমে অবদান রাখবে। এই সহযোগিতার মাধ্যমে সময়মতো মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সামগ্রিক দক্ষতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ঢাকা ব্যাংক পিএলসি দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ ও পরিবেশগত টেকসইতার ওপর গুরুত্ব দিয়ে নানামুখী কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (ঈঝজ) কার্যক্রম পরিচালনা করে আসছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে প্রদত্ত এই অনুদান ব্যাংকটির ইতিবাচক সামাজিক প্রভাব সৃষ্টির অঙ্গীকার এবং জনস্বার্থে কাজ করা প্রতিষ্ঠানগুলোর পাশে থাকার ধারাবাহিক প্রতিফলন।