রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব বুঝে নিলেন জাফরুর ইসলাম
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগর উপজেলার ৬নং কালীগ্রাম ইউনিয়নের প্রশাসক হিসাবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব বুঝে নিলেন রাণীনগর উপজেলা সমবায় কর্মকর্তা মো: জাফরুল ইসলাম। ১৪ জানুয়ারী বুধবার কালীগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নওগাঁ জেলা প্রশাসক মো: সাইফুল ইসলামের স্বাক্ষরিত আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব আদেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান প্রশাসক মো: জাফরুল ইসলামকে ৬নং কালীগ্রাম ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব বুঝে দেন। এরপর ওই দিনই ইউনিয়ন পরিষদের কর্মরত সকলে প্রশাসককে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসক কর্মকর্তা মো: সাহাজুল ইসলাম, হিসাব সহকারী ফারুক হোসেন, উদ্যোক্তা রেজাউল ইসলাম, সহ উদ্যোক্তা অজিফা খানুম, প্যানেল চেয়ারম্যান (১) জাইদুল ইসলাম টুকু, ইউপি সদস্য সহিদুজ্জামান রুবিন, কাহার, গোলামসহ সদস্যরা ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা মো: জাফরুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমাকে কালীগ্রাম ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব প্রদান করেন।সেই প্রেক্ষিতে কালীগ্রাম ইউনিয়ন পরিষদে দায়িত্ব ও কাজকর্ম বুঝে নেন।