নওগাঁয় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মৃতি চারণ করলেন বিএনপি নেতারা
নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মৃতিচারণ করেছে স্থানীয় বিএনপি নেতারা। শনিবার দিনব্যাপী নওগাঁ পৌর এলাকার চার নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালন করা হয়। ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০, নওগাঁ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা মো. জাহিদুল ইসলাম ধলু।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি আসরাফুল ইসলাম এবং সঞ্চালনা করেন মো. ফরিদুজ্জামান জি.এস ফরিদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আজম (ভিপি) রানা, খায়রুল আলম গোল্ডেন, পৌর বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টুকু, মাসুদ হাসান তুহিন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম টিটু, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রয়াত নেত্রীর অবদান স্মরণ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।