শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বগুড়ায় শিবিরের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬ ২০:৩০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

 

 

বগুড়া জেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে পৌর পার্কে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, বগুড়া শহর শিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, বগুড়া জেলা পূর্বের সভাপতি জোবায়ের আহম্মেদ ও জেলা পশ্চিমের সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির।

 

 

সমাবেশ সঞ্চালনায় ছিলেন ছাত্রশিবির বগুড়া শহর মাখার সেক্রেটারি শফিকুল ইসলাম।

 

সমাবেশে বক্তারা সম্পূর্ন অগণতান্ত্রিক পন্থায় একটি রাজনৈতিক দলের হস্তক্ষেপে আদালততে ব্যবহার করে শাকসু স্থগিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে তারা অবিলম্বে শাকসু নির্বাচনের দাবী জানান।

 

 

পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বিপুল সংখ্যক নেতাকর্মি বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করে।