বগুড়ায় তাঁতী লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬ ১৩:৩৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৭০ বার।

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল হামলার অভিযোগে করা মামলায় সাজেদুল ইসলাম (৩৬) নামে এক তাঁতী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাজেদুল ইসলাম উপজেলার নিমগাছি গ্রামের চান মিয়া সরকারের ছেলে এবং উপজেলা তাঁতী লীগের সদস্য। এর আগে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মামলা সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত প্রায় ২টার দিকে চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকায় জনমনে আতংক সৃষ্টি করে।

এ ঘটনায় ২০২৫ সালের ১০ ডিসেম্বর উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।