জামায়াতের মিথ্যা প্রচারণার প্রতিবাদ নওগাঁয় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংবাদ সম্মেলন 

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬ ১৮:৪৫ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় জোট থেকে বের হয়ে এসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একক ভাবে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। এতে খিপ্ত হয়ে জামায়াতসহ অন্যান্য দল ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মিথ্যা প্রচার প্রচারণার চালানোর অভিযোগে ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শনিবার দুপুরে নওগাঁয় দলীয় অয়ফিসে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা কার্যালয় এর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। সম্মেলনে জামায়াতি ইসলামের নানা অপতৎরতার বিষয় তুলে ধরে লিখিত বক্তব্য রাখেন ইশা আন্দোলনের নওগাঁ জেলা কমিটির সভাপতি মাষ্টার মোঃ আশরাফুল ইসলাম। 
লিখিতে বক্তব্য তিনি বলেন, 
জামায়াতে ইসলামীর সাথে আসন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের কারনে আমরা জোট ত্যাগ করেছি একথা সম্পূর্ন মিথ্যা। বরং আদর্শগত কারনেই তাদের জোট করে নির্বাচন করা সম্ভব নয় বলেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করছে। সেই লক্ষে এই দলটি হাতপাখা মার্কা প্রতীকে ২৫৯টি আসনে প্রার্থী ঘোষনা করেছে। 
জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান খৃষ্টানদের এক অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন শরিয়া আইনে নয় আমরা দেশের প্রচলিত আইনে দেশ পরিচালনা করবো।  তাঁর এই মন্তব্য আমাদের ভালো লাগেনি।কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী স্বার্থে তাদের সাথে জোট করেছিল। 
সংবাদ সম্মেলনে আরও বলা হয় প্রথম আলো পত্রিকার এক নির্বাচনী জরীপে বিএনপি ৩৪ শতাংশ, জামায়াতে ইসলামী ২৩ শতাংশ,  এনসিপি'কে ৭ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে ০.০১ শতাংশ জনসমর্থন দেখিয়েছিল।  জামায়াতে ইসলামী এই জরীপকে গুরুত্ব দিয়ে সে রকমের আচরণ করা শুরু করেছিল। কারন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরীপ বিশ্বাস করেনা।  এই দল অনেক পুরাতন এবং জনসমর্থন অনেক বেশি। 
উক্ত সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচারের প্রতিবাদ করা হয়।  সোশ্যাল মিডিয়ায় হারানো হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির এর বাসায় ৪০০ কোটি টাকা বিএনপি'র নির্বাচনী পোস্টার পাওয়া গেছে। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশকে 'র'-এর এজেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করা হয়। 
সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে চরমোনাইয়ের পীর সাহেব ১১ দলীয় জোট গড়ার অন্যতম কারিগর ছিলেন। ইসলামের আদর্শ সম্প্রচারে, ইসলামের স্বার্থে জামায়াতে ইসলামকে জোটভুক্ত করা হয়েছিল। যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করেনা, সেইহেতু কোটা বা আসন ভাগাভাগি নিয়ে চিন্তিত নয়। আমরা লেজুরভিত্তিক রাজনীতি করিনা। ইসলামী হুকুমাত প্রতিষ্ঠায় কাজ করি। 
সংবাদ সম্মলনে নওগাঁ-৫ সদর আসনের মনোনীত প্রার্থী মওলানা আব্দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জেলা সেক্রেটারি মোঃ শহিদুল আলম, জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের জেলার সাধারণ সম্পাদক মওলানা জামাল উদ্দীন, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মোঃ নূর মোমিনুল হক এবং ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর জেলা সভাপতি মোহাম্মদ নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।