নির্বাচনী প্রচারণের প্রথম দিনেই নওগাঁয় প্রার্থীদের ব্যাপক গণসংযোগ, প্রতিশ্রুতির ফুলঝুড়ি
নওগাঁ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই নওগাঁয় প্রার্থীরা ব্যাপক গণসংযোগসহ নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই নির্বাচনি প্রচারে মাঠে নেমেছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকেরা। প্রচার-প্রচারণার প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে নির্বাচনী এলাকায় ছুটে গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা। পাশাপাশি দিচ্ছেন উন্নয়ন ও পরিবর্তনের নানা প্রতিশ্রুতি।
সকাল ১১টায় নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে শহরের বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনা নেতাকর্মীদের নিয়ে। ভোটারদের মন জয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে নিজ প্রতীক ধানের শীষে ভোট চান।
অন্যদিকে সকাল ১০টায় সদর উপজেলার মকরামপুর চারমাথা এলাকা থেকে জামায়াতে ইসলামী প্রার্থী আ স ম সায়েম নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেন। এসময় ভোটারদের কাছে উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে নিজ প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চান। পরে তিনি বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।
এদিকে সিপিবি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী শফিকুল ইসলামের কাস্তে মার্কার প্রচারণা সদর উপজেলার গাঁজা মাহালের চাকলা উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক মাধ্যমে শুরু করেন।
বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘নওগাঁ বিএনপি ও ধানের শীষের ঘাঁটি। গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের ধাপ। আমরা শতভাগ আশাবাদী বিজয়ের ব্যাপারে। বর্তমানের নির্বাচনের পরিবেশ পরিস্থিতি রয়েছে। নির্বাচিত হলে যেসব সমস্যা আছে সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।’
জামায়াতের প্রার্থী আ স ম সায়েম বলেন, ‘বিগত সময়ে যারা ক্ষমতায় ছিলেন তারা শহরের উন্নয়ন করতে পারেনি। নওগাঁ একটি উন্নয়ন বঞ্চিত শহর। ভোটাররা সুযোগ দিলে যেসব সমস্যা আছে তার স্থায়ী সমাধান করা হবে। নওগাঁকে পরিবেশ বান্ধব মানুষের বসবাসের উপযোগী শহর গড়ে তোলা হবে।’
অন্যান্য দলের প্রার্থীরাও নিজ নিজ এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন বলে জানা গেছে।
নওগাঁর ৬টি সংসদীয় আসনে এবার বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের ও স্বতন্ত্রসহ মোট ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিভিন্ন আসনে বিএনপি-জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেন।