নির্বাচনের ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ
পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬ ১৮:৪৬ ।
দেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে-পরে তিন দিন (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। এ ছাড়া ২৪ ঘণ্টার জন্য নিষেধ থাকবে অন্যান্য যন্ত্রচালিত যান চলাচল।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়েরর নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়, আগামী ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক, চলাচল ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।
এ ছাড়া আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। বাকি যানবাহন হাইওয়েতে চলমান থাকবে।
এ ছাড়া বিভিন্ন ধরনের সেবাদানকারী সংস্থা, বিমানবন্দর ইত্যাদি যেভাবে ফ্রি থাকে, তা ফ্রি থাকবে।
আরও পড়ুন