নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সালের নির্বাচনী গণসংযোগ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ভোট প্রার্থনা করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে তিনি নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ গণসংযোগ করেন।
গণসংযোগের সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। বগুড়া-৪ আসনের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে আমি কাজ করতে চাই।
সেসময় বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, পৌর জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলামসহ সংগঠনের উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সাথে উপস্থিত ছিলেন।