আজ বুদ্ধিজীবী মহসীন আলী দেওয়ানের শাহাদাত বার্ষিকী

প্রেস বিজ্ঞপ্তি:
প্রকাশ: ০২ জুন ২০১৮ ০৯:৪০ ।
দেশের খবর
পঠিত হয়েছে ২৮০ বার।

বুদ্ধিজীবী অধ্যক্ষ মহসীন আলী দেওয়ানের শাহাদাত বার্ষিকী আজ। ১৯৭১ সালের ৩ জুন অধ্যক্ষ মহসীন আলী দেওয়ানকে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকারদের সহায়তায় তাঁকে বগুড়ার বাসভবন থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে। শাহাদাতের সময় তিনি শেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ‘সাপ্তাহিক উত্তরবঙ্গ বুলেটিন’-এর সম্পাদক ছিলেন। ঢাকার ‘দৈনিক ইত্তেহাদ’ ও ‘ইনসাফ’ পত্রিকায় সাংবাদিকতায় জীবন শুরু করেন মহসীন আলী দেওয়ান। পরে নওগাঁ ডিগ্রি কলেজে শিক্ষকতা করেন। এর পর তিনি বগুড়া আজিজুল হক কলেজে বাংলা বিভাগের প্রধান হয়েছিলেন। শহীদ বুদ্ধিজীবী মহসীন আলী দেওয়ান বগুড়া থেকে সাহিত্য পত্রিকা ‘মাসিক অতএব’ ও বাংলাদেশের প্রথম সান্ধ্য দৈনিক ‘জনমত’ প্রকাশনা শুরু করেন। তিনি বগুড়া প্রেসক্লাবের সভাপতি ছিলেন। তার উদ্যোগে বগুড়া আইন কলেজ,শাহ সুলতান কলেজ ও জয়পুরহাট কলেজ প্রতিষ্ঠিত হয়। তার আতœত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ডাক বিভাগ একটি ডাকটিকিট প্রকাশ করে। বর্তমান সরকার শহীদের স্মৃতি রক্ষার্থে তাঁর নামানুসারে বগুড়া শহরের একটি রাজপথের নামকরণ করেছে। দেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সংস্থা টিএমএসএস সাংবাদিকতায় শহীদ মহসীন আলী দেওয়ান পুরস্কার প্রবর্তন করেছে।