বেজোড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা শিপন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে বেজোড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল কাদির শিপন।
সভাপতি নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আমিরুল ইসলামের সভাপতিত্বে বুধবার সকালে বিদ্যালয় অফিস কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি, প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যগণের সর্বসম্মতিক্রমে নাজমুল কাদির শিপন কে সভাপতি নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, ১৬ জুন অভিভাবক সদস্যের ৫টি পদে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
৫টি পদের বিপরীতে দু'টি প্যানেলে ১০ জন প্রার্থী অংশ নেন এবং ৩২৭ জন ভোটারের মধ্যে ২৭৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে বর্তমান সভাপতি আজিজার রহমান বাবু সমর্থিত প্যানেল থেকে জতন প্রামাণিক ১১৮ ভোট ও আব্দুর রাজ্জাক ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
অপরদিকে জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল কাদির শিপন সমর্থিত প্যানেল থেকে ইকরাম হোসেন ১১১ ভোট, আছাদুজ্জামান সোহেল ১১১ ভোট এবং রুপালী খাতুন ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অবশেষে সভাপতি নির্বাচনের মধ্য দিয়ে বুধবার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়।