ধুনটে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি নেতাদের নামে মামলা, গ্রেপ্তার ২

ধুনট(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২ ১৭:২৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৫ বার।

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির ৪৬জন নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টির অভিযোগ এনেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের উপাদান, দুটি অবিস্ফোরিত ককটেল, লাঠি ও ইটের ভাঙ্গা টুকরা পেয়েছে বলেও দাবী করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করাও হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম (৪৪) ও এলাঙ্গী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন (৩৮)। পুলিশ তাদের ঘটনাস্থল থেকে আটক করেছে বলে দাবী করেছেন। 

 

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাদি হয়ে এ মামলা দায়ের করেন। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ধুনট থানা থেকে রেজাউল ও উজ্জ্বলকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

 

মামলায় উল্লেখ করা হয়েছে ধুনট-শেরপুর পাকা সড়কের পাশে উপজেলার উল্লাপাড়া এলাকায় একটি চাতালে বসে কিছু লোকজন নাশকতার উদ্দেশ্যে একত্রিত হয়ে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে থানার উপ-পরিদর্শক রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এসময় সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে নাশকতা সৃষ্টিকারীরা পালিয়ে যায়। থানা পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলার অলোয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে বিএনপি নেতা রেজাউল করিম ও নলডাঙ্গা গ্রামের সোলায়মান প্রামানিকের ছেলে যুবদল নেতা উজ্জ্বল হোসেনকে আটক করে।

 

ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, নাশকতা সৃষ্টিকালে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।