কাহালুতে গাঁজাসহ দুজন গ্রেফতার

কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২ ১৮:৪১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৩ বার।

বৃহস্পতিবার ১০০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে কাহালু থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কাহালু বাজারের মৃত সোলাইমান আলীর ছেলে জহুরুল ইসলাম (৪৭) ও বগুড়া সদরের সুত্ররাপুর এলাকার মোজাম ফকিরের ছেলে মানিক ফকির (২৪)।

 

কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।