প্রধানমন্ত্রী বাঙালিদের সুশিক্ষিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে সবচেয়ে বেশী কাজ করেছেন- মজিবর রহমান মজনু

কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৩ ১৯:৪০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন বঙ্গবন্ধু দিয়ে গেছেন স্বাধীন বাংলাদেশ আর তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাঙালিদের সুশিক্ষিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করেছেন সবচেয়ে বেশি। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশকে পৌঁছে দিয়েছেন উন্নতির মহাসড়কে। দেশে ব্যাপক উন্নয়নের পর এবার উন্নত ও স্মার্ট বাংলাদেশ নির্মাণে নিরলসভাবে কাজ করছে  শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার। করোনা মহামারীর পর  ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বের বেশীরভাগ দেশ আর্থিকভাবে মহাসংকটে পড়েছে। দেশ বিরোধীদের নানা ষড়যন্ত্র ও অপতৎপরতার পরে শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিকভাবে বাংলাদেশের মানুষ এগিয়ে যাচ্ছে। দেশের যত অর্জন ও জনগনের বড় বড় সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে সবচেয়ে বেশী অবদান রয়েছে জাতিরপিতা বঙ্গবন্ধু ও তাঁর কন্যা  শেখ হাসিনার।

 

শনিবার কাহালুর মুরইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মশিউর রহমান মুন্টি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলরাজি জুয়েল, উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ,  কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বগুড়া জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নুরুল ইসলাম।