বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
দুপচাচিয়া উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৩ ১৫:৫৭ ।
বগুড়ার খবর
বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত (৫৫) পরিচয়ের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার তিষীগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
উদ্ধার হওয়া মরদেহ বর্তমানে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ মরদেহ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেন।
তিনি জানান, গভীর রাতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তির মাথা ও পা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হচ্ছে।
পরিচয় না পাওয়া গেলে মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে বলে জানান ওসি।
আরও পড়ুন