বগুড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপিত হবে শুক্রবার

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৫ মে ২০২৩ ১৮:৫৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নজরুল পরিষদ বগুড়ার উদ্যোগে শহরের সাতমাথায় মুজিব মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জজকোর্টের পিপি এ্যাডঃ আব্দুল মতিন, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নজরুল পরিষদ বগুড়ার সভাপতি এড. মন্তেজার রহমান মন্টু। স্বাগত বক্তব্য রাখবেন নজরুল পরিষদ বগুড়ার সাধারণ সম্পাদক হাকীম এমএ মজিদ মিয়া।

অনুষ্ঠানে বগুড়ার শিল্পীরা কাজী নজরুল ইসলাম এর সৃষ্টি সঙ্গীত ও কবিতা নিয়ে আবৃত্তি পরিবেশন করবেন।