সীমানা নিয়ে বিরোধ, বগুড়ায় দেবরের ধাক্কায় ভাবির মৃত্যু
কাহালু(বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দেবরের ধাক্কায় ভাবির মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার (১৭ জুন) বিকালে কাহালু উপজেলার কালাই মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আছমা বেগম(৪৫)। তিনি ওই এলাকার আব্দুল হাকিমের স্ত্রী।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কালাই মাঝপাড়ার তইব আলীর দুই ছেলে আব্দুল হাকিম ও আব্দুল মুকিনের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শনিবার বিকালে মুকিনের সঙ্গে তার ভাবি আছমা বেগমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মুকিন তার ভাবিকে ধাক্কা দিলে মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ‘নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ছাড়া এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’