শিবগঞ্জ উপজেলা আ.লীগের আয়োজনে ২৬ টি স্কুলে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিবগঞ্জ উপজেলা (বগুড়া) প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে মাধ্যমিক পর্যায়ের ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বেলা ১২ টা থেকে ঘণ্টাব্যাপী ওই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উত্তর কুইজ প্রতিযোগিতা শিবগঞ্জ উপজেলা ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা ও সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের নির্দেশে উপজেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে ২৬ টিম গঠন করে প্রশ্নপত্র দিয়ে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদককের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে।
২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২৫০০ ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন। কুইজ প্রতিযোগিতায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে ৫০ টি, স্মার্ট বাংলাদেশ সম্পর্কে ২৫ টি ও আমার শিবগঞ্জ সম্পর্কে ২৫ টি প্রশ্নের মার্ক ১ করে মোট ১০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রতিটি স্কুলে পরীক্ষায় অংশগ্রহণকারীর মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সনদপত্র সহ পুরস্কৃত করা হবে।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিার রহমান মোস্তা বলেন, 'আগামী প্রজন্ম যেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে জানতে পারে এজন্যই আমাদের এমন আয়োজন।'
সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, 'বঙ্গবন্ধু বাংলাদেশ এবং জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ ও আমাদের জন্মস্থান শিবগঞ্জ নিয়ে সুখগঞ্জের কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে আগামী প্রজন্মের ভালো কিছু করার লক্ষ্যেই আমাদের এই আগস্ট মাসে ব্যতিক্রমধর্মী আয়োজন।'