বগুড়ার শেরপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেন, ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, আলহাজ¦ জাহিদুল ইসলাম, মাওলানা তবিবুর রহমান, আ.লীগ নেতা শামীম ইফতেখার শামীম, পিএস কোরবান আলী মিলন, ছাত্রলীগ নেতা গালিব সরকার প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি এমপি হাবিবর রহমান আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে লাল ফিতা কেটে তিনদিন ব্যাপি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবারের উন্নয়ন মেলায় শেরপুর পৌরসভা, দশটি ইউনিয়নসহ মোট ১৪টি স্টল অংশ নিয়েছে।
রোববার থেকে শুরু হওয়া এই মেলা আগামি মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।